প্রিয় বন্ধুরা
তোমরা এই ব্লগে পরীক্ষায় আসার মত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্র পেয়ে যাবে প্রতিদিন। তো প্রতিদিন পরীক্ষায় আসার মত গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্র পেতে এই ওয়েবসাইটে যোগাযোগ করে রাখবে।
ফাইলেরিয়া রোগের বাহক হল -কিউলেক্স মশা
ব্যাকটেরিয়ার কোষ একই থাকে না -মাইটোকনড্রিয়া
মস্তিষ্কের আবরণীকে- মেনিনজেস বলে
মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু টি হল- সায়াটিক নার্ভ
উদ্ভিদ দেহে কোন -স্নায়ু তন্ত্র দেখা যায় না
ACTH হরমোনটি কোথায় থেকে উদ্দীপিত হয় -অ্যাড্রিনাল গ্রন্থি
TSH হরমোনের উৎস স্থল হলো -পিটুইটারি গ্রন্থি
বীজ হীন ফল উৎপাদনে সাহায্য করে- অক্সিন
একটি সংকটকালীন হরমোন হল -অ্যাড্রিনালিন
শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া টি প্রমাণ করেন বিজ্ঞানী প্যাভলভ